New Update
West Bengal Weather Update: ফুঁসছে নিম্নচাপ! বর্ষার প্রবল প্রতাপ দেখবে বাংলা! ধুঁয়াধার বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
WB Weather Forecast August 17, 2024: শ্রাবণ মাসের একেবারে শেষ প্রান্তে এসে ফের একবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। বঙ্গোপসসাগরে আবারও তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তারই জেরে আবহাওয়ার এমন পরিবর্তন। আজ থেকেই সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা প্রবল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারের বর্ষার শুরুটা তেমন ভালো হয়নি। তবে শেষের দিকে এসে দক্ষিণবঙ্গের একাধিক জেলা নাগাড়ে বৃষ্টি পেয়েছে। অন্যদিকে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
Advertisment