Advertisment

WB Weather Update: রথযাত্রায় কেমন থাকবে আবহাওয়া? আজ বেলা গড়ালেই কাঁপানো বৃষ্টি কোথায়? জানুন বাম্পার আপডেট

Weather Forecast 6 July: উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার মরশুমের শুরু থেকেই তুমুল বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও টানা তেড়ে বৃষ্টি অধরা। বর্ষার মরশুমের বাকি সময়টায় পূরণ হবে সেই অভাব? রথযাত্রার দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, রথযাত্রায় কেমন থাকবে আবহাওয়া

বৃষ্টি ভেজা শহর কলকাতার টুকরো ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে তেড়ে বর্ষার বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও হাত গুটিয়ে বসে রয়েছেন বরুণদেব। বর্ষাকালের সেই প্রবল বৃষ্টির একটানা ভয়াল রূপ এবার এখনও দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে বর্ষার বাকি সময়টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সেই অভাব পূরণ হতেও পারে। আজও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল রথযাত্রা। রথযাত্রার দিনের রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

আগামিকাল রবিবার রথযাত্রা। কাল রথযাত্রার দিনে রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলায়।

কলকাতার ওয়েদার আপডেট

শনিবার সকাল থেকে শহর কলকাতার আকাশ মেঘলা। আজ তিলোত্তমা মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও।

আরও পড়ুন- Arnab Dam: দুর্ধর্ষ কৃতিত্বে নতুন ইতিহাস জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতার! সবাইকে টেক্কায় ‘সেরার সেরা’ অর্ণব

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

বর্ষার মরশুমের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তবে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

আরও পড়ুন- Chingri Malaikari: ইলিশকে ‘বলে বলে গোল’ চিংড়ির, বিশ্বের সামনে মাথা উঁচু করল দেশের, জানলে গর্ব হবে!

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! দুরন্ত দক্ষতায় দারুণ তৎপরতা রেলের

Rath yatra Rainfall in Bengal weather update Weather Report Weather Forecast
Advertisment