কুয়াশার চাদর সরতেই কলকাতা-সহ রাজ্য়ে ছন্দে ফিরল শীত। সপ্তাহান্তের আকাশে ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই মিষ্টি রোদ গায়ে মেখেছে বাংলা। গত কয়েকদিন যে হারে কলকাতায় পারদ চড়ছিল, এদিন একধাপে অনেকটা কমল সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৬ডিগ্রিতে। অন্য়দিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৪.৩ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৭৫৩, মৃত ৫০, সুস্থ ২৮৭৩
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্য়ূনতম ৭৪ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন