কলকাতা সহ গোটা বাংলার তাপমাত্রা কমল। মকর সংক্রান্তির পর থেকেই উষ্ণতা নিম্নমুখী। রবিবার তা আরও কমেছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্ভাবস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্মেপ পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন ৯১ ও ৫৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
জানুয়ারির শুরু থেকেই শীত ক্রমশ কমছিল। রাতে অল্প ঠান্ডা থাকলেও দিনে রোদের তেজ ছিল বেশি। ফলে অনেক সময়ই ঘরের মধ্যে পাখা ঘোরাতে হয়েছে। শীত আর ফিরবে কিনা তা নিয়ে সংশয় ছিল। হাওয়া অফিস যদিও জানিয়েছিল মকর সংক্রান্তি থেকে ফের উষ্ণতা কমবে। বাস্তবেও তাই হল। ফের শীত ফেরায় খুশি রাজ্যবাসী।
সংক্রান্তি থেকেই পারদ পড়ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। থাকবে ঘন কূয়াশা। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উষ্ণতা আরও কিছুটা কমবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী কয়েকদিনে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়িতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন