বড়দিনের আগে কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা-সহ গোটা বাংলা। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় শৈতপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সবমিলিয়ে জাঁকিয়ে শীতের আমেজ গায়ে মাখছেন শীতপ্রিয়রা। তবে, গতকালের থেকে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৫.৪ ডিগ্রিতে। অন্য়দিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১০ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে, মেদিনীপুরে পারদ নেমেছে ১১.৫ ডিগ্রিতে, পুরুলিয়ার তাপমাত্রা ৭ ডিগ্রি, ব্য়ারাকপুরে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে।
আরও পড়ুন: বাংলায় কমছে করোনার দাপট, কমল দৈনিক সংক্রমণের সংখ্য়া
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এমনই জাঁকিয়ে শীতের আমেজ বহাল থাকবে। আগামী কয়েকদিন রাজ্য়ের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্য়ূনতম ৫০ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন