ভোর বা রাতে ঠান্ডার শিরশিরানি ভাব। আবার, বেলা গড়ালেই রোদের তাপে হিমশিম অবস্থা। নভেম্বরের শুরুতে ঠান্ডার হাল্কা আমেজ টের পাওয়া গেলেও এখনই বঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ নেই। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে রাজ্য়ে পা রাখবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্য়ে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে, নতুন করে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই।
কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর ভাবনা, ৫ তারিখে ফের বৈঠক
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্য়ূনতম ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন