ভোর হলেই ঠান্ডার শিরশিরানি। রাতের বেলায় হাল্কা চাদর গায়ে না দিলে যেন চলছে না। নভেম্বরের শুরুর মুখে বাংলায় আবহাওয়ার এমন বদলই মালুম হচ্ছে। শুষ্ক আবহাওয়াও টের পাওয়া যাচ্ছে। তবে কি শীত এসেই গেল?
না, এক্ষুনিই শীতের আগমন ঘটছে না বঙ্গে। ধীরে ধীরে যথাসময়েই রাজ্য়ে পা রাখবে শীত, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে ভোর বা রাতের দিকে তাপমাত্রার হেরফের ঘটবে। ঠান্ডার হাল্কা আমেজ টের পাওয়া যাবে।
আরও পড়ুন: প্রকল্পের কাজ কত দূর, খতিয়ে দেখতে ৫ তারিখে মমতার ভার্চুয়াল বৈঠক
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্য়ূনতম ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন