/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/Winter-Weather.jpg)
ফিরল শীতের আমেজ। ছবি: শশী ঘোষ।
আরও নামল পারদ। শহর কলকাতা থেকে জেলা, ফের ফিরল শীতের ভরপুর আমেজ। দিন কয়েক ধরেই শীতের বিদায়-ঘণ্টা বেজেছে বলে যাঁরা শোরগোল ফেলছিলেন তাঁদের আজ মুখ পুড়ল। এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ। একইসঙ্গে জেলাগুলিতেও বেড়েছে শীতের দাপট।
প্রত্যাবর্তনের ইঙ্গিতটা মিলেছিল রবিবারই। ছুটির দিনে এক ধাক্কায় পারদ নেমে গিয়েছিল ২ ডিগ্রির কাছাকাছি। সপ্তাহের প্রথম দিন সোমবার আরও কমল কলকাতার তাপমাত্রা। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেসলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই বিদায়বেলাতেই এবার মেজাজে ব্যাটিং করতে পারে শীত।
আরও পড়ুন- হিরন এপিসোড: বঙ্গ রাজনীতিতে দলবদলের পাশা খেলা!
সোমবার ভোর থেকে ঠাণ্ডার অনুভূতি ভালো মতো হলেও বেলা বাড়লেই তা ফিকে হবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী বৃহস্পতিবারের পর থেকে ফের এক দফায় জমাটি ইনিংস খেলতে পারে শীত। তবে শীতের সেই ইনিংস স্থায়ী হবে না। বরং বৃহস্পতিবার থেকে দিন চারেক কলকাতা থেকে জেলা, সর্বত্র শীতের অনুভূতি বাড়তে পারে।
কলকাতা শহরের তপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি বা তারও নীচে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছে নেমে যাওয়া সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো জেলাগুলিতে শীতের দাপট চলবে।