Advertisment

ভ্যাপসা গরম থেকে মুক্তি, কলকাতা-সহ চার জেলায় তুমুল বৃষ্টি

দুর্যোগে নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
raining will be going on another 5 days in west bengal weather forecast

এবছরের মতো মা দুগ্গা বিদায় নিলেও বৃষ্টির বিদায় এখনই নয়।

দুদিন ভ্যাপসা গরমের পর মঙ্গলবার সকাল থেকে ফের ঝিরিঝিরি বৃষ্টি। কাকভোর থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকাশ। অন্যদিকে, আর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ঝমিঝমিয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফের জল জমার আশঙ্কা। দুর্যোগে নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের তরফে।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয়বঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা অবস্থান করছে। যে কারণে সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুখ ভার। আজ, মঙ্গলবার দিনভর এই পরিস্থিতি থাকবে। চলবে বৃষ্টিপাত। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামেও আজ এবং আগামিকাল, বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে দক্ষিণের জেলাগুলি টানা দুদিনের ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কমেছে। আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি রাজ্যের উত্তরের জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন নিম্নচাপ সরতেই ভ্যাপসা গরমে নাজেহাল দশা, ফের ঝেঁপে বৃষ্টি কবে থেকে?

এবছর রাজ্যজুড়ে বৃষ্টির ঘাটতি রয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে চাষ-আবাদে। পরপর কয়েকটি নিম্নচাপের হাত ধরে এবছর রাজ্যে বর্ষার ঘাটতি বেশ খানিকটা পূরণ হতে পারে বলে অনুমান করেছিলেন আবহাওয়াবিদরা। তবে তাঁদের সেই আশা পূরণ হয়নি। বৃষ্টির ব্যাপক ঘাটতি এবছর এখনও রয়ে গিয়েছে এরাজ্যে। এবছর দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হয়েছে।

monsoon West Bengal weather update Rainfall in Bengal West Bengal Weather Forecast West Bengal Weather Today
Advertisment