Advertisment

West Bengal Monsoon Update June 15, 2021: কলকাতা-সহ ১১টি জেলায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা

West Bengal Monsoon Update June 14, 2021: আগামী তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, weather today, west bengal weather, west bengal weather today, west bengal weather forecast today, west bengal weather forecast report, weather in west bengal, kolkata weather update, west bengal weather news, weather latest news

Weather Today:. বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

West Bengal Monsoon Forecast June 15, 2021: রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কলকাতা-সহ ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্যবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আগামী তিনদিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ধীরে ধীরে বিহারের দিকে সরছে সেই নিম্নচাপ। যার জেরে বিহারে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। এর প্রভাব বাংলা সীমান্তে অবস্থিত অঞ্চলেও পড়ার সম্ভাবনা।

আরও পড়ুন আগামী কয়েক ঘণ্টায় ঘনাবে কালো মেঘ, তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

উল্লেখ্য, বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। সকাল থেকে রোদ, আবার কখনও কালো মেঘে ঢাকছে আকাশ। তবে সপ্তাহের শুরুতে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

monsoon West Bengal Weather Forecast
Advertisment