Kolkata Weather Update: অপেক্ষার অবসান, নামছে পারদ, সকালের দিকে হালকা কুয়াশা, আগের বহু রেকর্ড ভাঙতে তৈরি এবারের শীত?

West Bengal Weather Update 4 november, 2025: নভেম্বরের শুরুতেই শীতের আমেজ বঙ্গে। দার্জিলিং-কালিম্পঙে নামছে পারদ, সকাল-সন্ধ্যায় ঠান্ডা হাওয়া বইছে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানুন।

West Bengal Weather Update 4 november, 2025: নভেম্বরের শুরুতেই শীতের আমেজ বঙ্গে। দার্জিলিং-কালিম্পঙে নামছে পারদ, সকাল-সন্ধ্যায় ঠান্ডা হাওয়া বইছে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather, kolkata weather update, bengal cold wave, bengal rain forecast, november weather, darjeeling temperature, south bengal weather, north bengal weather, met office report, bengal winter 2025,বঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের ঠান্ডা, নভেম্বরের শীত, আলিপুর আবহাওয়া দপ্তর, বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং তাপমাত্রা, কালিম্পঙের আবহাওয়া, পারদ পতন, শীতের খবর

Kolkata Weather Today: ঠান্ডার পরশ মিলতে শুরু করেছে।

Bengal rain forecast: অবশেষে এই নভেম্বর মাসের শুরুতে বঙ্গে পারদ পতন শুরু। সকালের দিকে শহর থেকে জেলা, হালকা শীতের আমেজ মিলছে। তবে এরই মধ্যে ফের চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাকাপাকিভাবে  শীতের কামড় মিলবে কবে থেকে? আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ মিলতে শুরু করেছে। একই পরিস্থিতির পরশ মিলছে সন্ধ্যে নামলেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। যদিও আবহাওয়া শুষ্ক হবে এবং আর্দ্রতার পরিমাণ কমবে। 

আরও পড়ুন- SIR: কে আপনার বুথের দায়িত্বে? এক মিনিটেই বের করুন BLO ও ERO-র নাম ও নম্বর !

Advertisment

হাওয়া অফিস জানিয়েছে, এরই মধ্যে ফের একবার সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হতে পারে। বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বাকি জেলাগুলিতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-Mithun Chakraborty: 'দল চাইলে মুখ্যমন্ত্রী হব', প্রতি বিধানসভায় ‘মিঠুন যোদ্ধা’ কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর

কলকাতার ওয়েদার আপডেট 

গতকালের পর আজ মঙ্গলবারেও কলকাতার আকাশ পরিষ্কার। সকালের দিকে একেবারে মনোরম আবহাওয়া তিলোত্তমা মহানগরীতে। বেলা বাড়লেও রোদ ঝলমলে আকাশ দিনভর থাকবে শহর কলকাতায়। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে ভীষণভাবে। ইতিমধ্যেই রাতের দিকে দার্জিলিং কালিম্পঙের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১২-১৩ ডিগ্রির ঘরে।

আরও পড়ুন-Gajakesari Yog 2025: বৃহস্পতি ও চন্দ্রের 'শুভ সংযোগ',সৃষ্টি হতে চলেছে বিরল 'গজকেশরী যোগ', কোন তিন রাশির জাতকদের জীবন বদলে দেবে এই নভেম্বর

সব মিলিয়ে পাহাড় নগরী দার্জিলিং ও কালিম্পঙে রীতিমতো শীতের কাঁপানো আমেজ মিলতে শুরু করেছে এখন থেকেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং মেঘ মুক্ত আকাশে পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। 

জাঁকিয়ে শীত কবে থেকে?

মোটামুটি ভাবে নভেম্বর মাসের শুরু থেকে শীতের একটা আমেজ মিলতে শুরু করে। এবারও নভেম্বরের শুরু সপ্তাহ থেকেই ঠান্ডার পরশ মিলতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং একটু একটু করে এবার পারদ নামার সময়।

আরও পড়ুন-SIR: 'সংসার-স্কুল সামলে রাতে ভোটারদের বাড়ি যাওয়া সম্ভব নয়', ক্ষোভে ফেটে পড়লেন BLO-রা

আবহাওয়াবিদরা বলছেন আপাতত দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সুতরাং জাঁকিয়ে ঠান্ডা এবার কবে থেকে পড়তে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা।

Winter Session winter Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast