/indian-express-bangla/media/media_files/2025/01/27/aAcwMh6Wirmt8nwVpUKM.jpg)
Bengal Weather Update: শহর থেকে জেলা, হালকা শীতের আমেজ।
kolkata weather update: নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্যজুড়ে। সকাল-সন্ধ্যার হাওয়ায় এখন স্পষ্ট শীতের ছোঁয়া। দিনের বেলা কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল নামতেই ফের ঠান্ডা হাওয়ায় ভরছে বাতাস। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যে ফের এক দফা হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বুধবারের মধ্যে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে একাধিক ঘূর্ণাবর্তের প্রভাব। এর ফলেই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর? দাবি সুকান্ত মজুমদারের পোস্টে!
তবে নিম্নচাপটির সরাসরি বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা নেই রাজ্যের ওপর। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বহাল থাকবে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গেছে। আপাতত তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার আবহাওয়া
রাজধানী কলকাতায় আজ দিনভর আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না, বরং সময় যত এগোবে, আবহাওয়া তত অধিক শুষ্ক হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ কমছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। সকাল-বিকেল থেকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড়। আলিপুর দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে উত্তরবঙ্গে আরও পারদপতন হবে, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন-Suvendu Adhikari: ‘রাষ্ট্রপতি শাসন জারি হবে’, SIR নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, তৃণমূলের পাল্টা সুর
শীত জমবে কবে থেকে?
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের শুরুতেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও পারদ ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে। অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে শীতের আবেশ অনুভূত হচ্ছে। যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us