Advertisment

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, রবিবার থেকে ভাসবে দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather forcast 18 october 2021

নিম্নচাপের জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে।

আবারও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নয়া এই ঘূর্ণাবর্তের জেরে আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শহর কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

Advertisment

চলতি বর্ষা স্বাভাবিক বঙ্গে। দফায়-দফায় গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার ফের একবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে গোটা দক্ষিণবঙ্গ। উত্তর বঙ্গোসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত।

শুক্রবার-শনিবারের মধ্যেই সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দ্রুত বাংলা ও ওড়িশা উপকূলে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তা হলে আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে ফের একবার উত্তাল হতে পারে সমুদ্র।

আরও পড়ুন- কার্টুনের হরেক চরিত্র-মণীষীদের ছবি, নজর কাড়ছে ঝাঁ চকচকে মহিলা থানা

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর। বঙ্গোপসাগরে নয়া এই ঘূর্ণাবর্তের জেরে আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। রবিবার ও সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিক থেকেই ফের একবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের সব জেলা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Weather Forecast Weather Report weather today
Advertisment