চলতি বর্ষার শুরু থেকেই ব্যাপক বৃষ্টি দেখেছে গোটা রাজ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঢুকবে। ঘূর্ণাবর্তটির প্রভাব ওড়িশার উত্তরে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি।
আরও পড়ুন- বন্ধ কলকাতার সব লকগেট, আরও দুর্ভোগের আশঙ্কা
গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে গোটা রাজ্যে। তবে রবিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করে। সোমবার সকালে তা আরও তীব্র হয়। শহর কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। একটানা বৃষ্টির জেরে নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির দোসর মুহুর্মুহু বজ্রাঘাত। রবিবার রাতভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে তুমুল বজ্রাঘাত হয়েছে।
এদিকে, দফায় দফায় বৃষ্টিতে কলকাতা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুর, চেতলা, যোধপুর পার্ক, ধাপা-তপসিয়া, উল্টোডাঙা, ঠনঠনিয়া, বেলগাছিয়া ও বেহালার বেশ কিছু এলাকায় জল জমে দুর্ভোগে বাসিন্দারা। জল জমেছে সল্টলেক সেক্টর ফাইভ চত্বরেও।
আরও পড়ুন- Daily Horoscope, 20 September 2021: কেমন যাবে সপ্তাহের প্রথম দিন? পড়ুন রাশিফল
সোমবার সকাল থেকে বৃষ্টি বাড়তে শুরু করেছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি শুরু সোমবার সকাল থেকেই। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিাণ আরও বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন