Advertisment

আজও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাস্তা না পুকুর বোঝার উপায় নেই। প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। এক্সপ্রেস ফাইল ফটো- পার্থ পাল

সোমবার দিনভর বৃষ্টির পর মঙ্গলবারও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যার ফলে আজও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামিকাল, বুধবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে।

Advertisment

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, মঙ্গলবার কলকাতা তো বটেই, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনই মুক্তি নেই বৃষ্টির হাত থেকে। আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার কলকাতার একাধিক এলাকা এখনও জলমগ্ন।

আরও পড়ুন Daily Horoscope, 21 September 2021: কর্মযোগ মেষের, চাপ মকরের! পড়ুন রাশিফল

রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল জমেছে। নাকাল মানুষ। উত্তর ও মধ্য কলকাতার শ্যামবাজার, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, রামমন্দির, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, পার্ক স্ট্রিট কার্যত নদীতে পরিণত হয়েছে। জলের তলায় দক্ষিণের লেক গার্ডেন্স, বালিগঞ্জ, যোধপুর পার্ক, সার্দান অ্যাভিনিউ সহ বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন জলমগ্ন ভাঙর, খালি পায়েই এলাকা পরিদর্শন করলেন মিমি চক্রবর্তী

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঢুকবে। ঘূর্ণাবর্তটির প্রভাব ওড়িশার উত্তরে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather update Weather Forecast West Bengal Weather Today
Advertisment