পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের নিম্নচাপ ক্রমশ সরে ঢুকতে পারে উত্তরবঙ্গে। তারই জেরে পুজোর আগেই ব্যাপক বৃষ্টিতে ভাসতে পারে রাজ্য। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর আগে ফের একবার বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
পুজো শুরুর বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই পুজোর বাজার তুঙ্গে। কেনাকাটাও প্রায় সাড়া। ফি দিন দোকান-বাজারগুলিতে উপচে পড়া ভিড়। আনুষ্ঠানিকভাবে বর্ষার বিদায় ৬ অক্টোবর। আবহাওয়াবিদদের এই দাবিতে চিন্তার পারদ সরেছিল। তবে তাল কাটল এদিনের পূর্বাভাসে। ফের নিম্নচাপের ভ্রুকুটি।
পুজো ভাসাতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটিই ক্রমশ পূর্ব দিকে সরে ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে। তারই জেরে পুজোর আগে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- তিনি কেন্দ্রের নির্বাচনে রাজ্যে বিরোধী দলের মান রাখল কংগ্রেস
উত্তরবঙ্গের পাশাপাশি পুজোর ঠিক আগে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে, সোমবারও উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূমেও। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন