Advertisment

আজও নিস্তার নেই, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

১০ অক্টোবর আন্দামান সাগর তৈরি হবে নিম্নচাপ। তারই জেরে অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather upfate on 8 october, 2021

দক্ষিণবঙ্গে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। আজ তৃতীয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisment

পুজোর ঠিক মুখে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। তারই জেরে অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ তৃতীয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামিকাল চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে আবহাওয়ার বদল লক্ষ্য করা যেতে পারে অষ্টমী থেকেই। ওই দিন বেলা বাড়তেই আকাশের মুখ কালো করে বৃষ্টি নামতে পারে। সেই বৃষ্টি দফায়-দফায় চলবে দশমী পর্যন্ত। অর্থাৎ পুজোর আনন্দ মাটি করে দিতে পারে অসুর-বৃষ্টি।

যদিও পুজোর ক'দিন বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে উত্তরবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছ, উত্তরবঙ্গে তৃতীয়া পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ তৃতীয়ায় উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও আগামিকাল অর্থাৎ চতুর্থী থেকেই উত্তরবঙ্গে রোদ-ঝলমলে আবহাওয়া ফিরবে। আবহাওয়ার পরিস্থিতির বড়সড় বদল না হলে পুজোর ক'দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন- Daily Horoscope, 8 October 2021: কেমন যাবে তৃতীয়ার দিনটি? পড়ুন রাশিফল

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে কয়েকদিন ধরেই মন খারাপ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আন্দামান সাগরে তৈরির অপেক্ষায় নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরেই পুজো ভাসাতে পুরোদমে তৈরি হচ্ছে অসুর-বৃষ্টি। ধীরে-ধীরে আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল করে তুলবে এই নিম্নচাপ। এর জেরে অষ্টমী থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার ব্যাপক বদল হওয়ার আশঙ্কা প্রবল। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টির আশঙ্কা প্রবল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Weather Forecast Durgapuja 2021 rainfall Weather Report
Advertisment