Advertisment

West Bengal Weather Update: দুরন্ত বদল আবহাওয়ায়! প্রবল বৃষ্টির জোরালো পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?

West Bengal Weather Today: এবছর উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি ব্যাপক পরিমাণে হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে প্রচুর পরমাণে বৃষ্টির জেরে সমতলের জেলাগুলির বিভিন্ন প্রান্তে জলমগ্ন দশা তৈরি হয়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবছর এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টির ব্যাপক পরিমাণে ঘাটতি রয়ে গিয়েছে। মরশুমের বাকি দিনগুলিতে সেই ঘাটতি মিটবে? আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, আবহাওয়ার পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা

Kolkata Weather Today: শহর কলকাতার জল-ছবি!

WB Weather Update: এবছর সার্বিকভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে। বর্ষার প্রবেশের পর থেকে এখনও পর্যন্ত বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার পর্যাপ্ত বৃষ্টি এখনও অধরা। তবে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সুখবর রয়েছে। ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

বর্ষা (Monsoon) রাজ্যে প্রবেশের পর থেকে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে তেড়ে বৃষ্টি (Rain) হয়েছে। দফায় দফায় কখনও ভারী কখনও অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা কয়েকদিন জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে বেশ কিছুদিন থমকে পড়ায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে দেরিতে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Electricity Bill: হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল! কোন চার্জ বাড়াল সরকার? জেনে সতর্ক হোন আজই!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে পর্যাপ্ত পরিমাণে বর্ষার বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ ও কাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও শনিবারের পর থেকে ফের একবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

আরও পড়ুন- Abhijit Ganguly-Lok Sabha: বাজেট বিতর্ক! সাংসদদের অর্থনীতির পাঠ পড়ালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতার ওয়েদার আপডেট

শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

monsoon weather today rain Weather Report Weather Forecast
Advertisment