Bengal Weather Today: পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ। রাজ্যের জেলায় জেলায় উত্তুরে হাওয়া বইবার পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, অল্পদিনের মধ্যেই আরও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজ এসে যাওয়ার সম্ভাবনা দুয়ারেই। বঙ্গে জাঁকিয়ে শীত কবে থেকে? কী বলছে হাওয়া অফিস? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
তাপমাত্রা নামবে কবে থেকে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে শেষের দিকে তাপমাত্রার পারদ আরও নামতে পারে। আগামী ১৫ নভেম্বর থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হবে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতিও বাড়বে সপ্তাহান্তে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডার অনুভূতি বাড়বে উইকন্ডে (Weekend)। উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পর্বতমালা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে সপ্তাহান্তে। ঠান্ডার আমেজ আরও বাড়তে পারে এই জেলাগুলিতে। এরই পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও উইকেন্ডে রাতের দিকে তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, এখনই জাঁকিয়ে শীত না পড়লেও চলতি সপ্তাহের শেষের দিকেই শীতের আমেজ এসে যেতে পারে বঙ্গে।
শীতের পথে বাধা বৃষ্টি?
আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) আপাতত নেই। দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের এর কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি (Rain) হতে পারে।