Advertisment

বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা

রবিবারের সকাল থেকেই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
heavy rainfall will be occur in several district, weather update bengal 25 june 2022

আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

রবিবারের সকাল থেকেই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা আকাশ। তীব্র গরমের হাঁসফাঁস দশা থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েই গিয়েছে। ছুটির দিনে বৃষ্টিতে ভাসতে পারে শহর কলকাতা। শুধু কলকাতাই নয়, শহরতলীর বেশ কয়েকটি এলাকাতেও রবিবার দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisment

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও এখনও পাকাপাকিভাবে বর্ষা ঢোকেনি দক্ষিণবঙ্গে। তবে চাতকের অপেক্ষার দিন শেষ হতে চলেছে। দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ক্রমশ এগোচ্ছে সেই বায়ু। সব কিছু ঠিকঠাক চললে আর দিন দু'য়েকের মধ্যেই বর্ষা ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ থেক ১৬ জুনের মধ্যে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষাকাল। কলকাতায় রবিবার দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টির পূর্বভাস আবহওয়া দফতরের।

আরও পড়ুন- বঙ্গে ফের করোনা কাঁপুনি, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

এরই পাশাপাশি আজ পশ্চিমের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায়। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বর্ষার বৃষ্টি চলছে। তবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

rainfall West Bengal Monsoon Session rain Weather Report
Advertisment