ভ্যাপসা গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝে কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও ফের গলদঘর্ম দশা ফিরেছে। জ্বালাপোড়া গরম থেকে মুক্তির জন্য বৃষ্টি অপেক্ষায় মানুষ। এই অবস্থায় সোমবার বিকেলে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে যে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, মৌসুমী অক্ষরেখা ক্রমশ বাংলার দক্ষিণে আসছে। বৃষ্টির অনুকূল অবস্থা তৈরি হচ্ছে। তার জেরেই আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। বৃহস্পতিবার থেকে পাকাপাকি বৃষ্টিপাত হবে।
সোমবার কলকাতা শহরে সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল। বেলা যত বেড়েছে অস্বস্তিকর পরিস্থিতি ততই তীব্র হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।
আরও পড়ুন- সিংহ মহেশ্বরী মন্দির, যেখানে অন্ত মেলেনি শিবলিঙ্গের, ভক্তরা পান মহাদেবের অপার কৃপা
দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছিল আবহাওয়াবিদরা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষার জন্য সবরকম অনুকূল পরিস্থিতি রয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আগামী ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও উত্তরে কিন্তু আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে। এবছর সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি-ভারী বৃষ্টি চলছে দফায়-দফায়। তবে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। শীঘ্রই দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়তে চলেছে।