আজ থেকেই আকাশ পরিস্কার হতে শুরু করবে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আবহাওয়ার এই পরিস্থিতিতেই আশার আলো। তবে কি ফের একবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে? সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত না মিললেও কাল থেকেই রাজ্যে ফের এক দফায় পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে চলতি মরশুমে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত। ডিসেম্বরের দু'-একদিন বাদ দিলে এবার হাড়কাঁপানো শীতের সাধ-পূরণ হয়নি বাঙালির। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস মিলেছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় সেই সাধও থেকে গিয়েছে অধরা। বরং পরপর ঝঞ্ঝায় মুখ ঢেকেছে শীত। ছ্যাঁকছ্যাঁকে ভাব থাকলেও হাড়কাঁপানো ঠান্ডার দেখা মেলেনি।
গতকাল পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। তবে রবিবার সকাল থেকেই আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে আকাশ পরিস্কার হবে। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন আকাশ পরিষ্কার হলেই নামতে পারে পারদ। সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার থেকেই তাই ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- রাজ্যে একদিনে রেকর্ড ৩৯ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৯ হাজার
চলতি মরশুমে শীত লম্বা ব্যাটিং করতে পারে বলে অনুমান ছিল আবহাওয়াবিদদের। বর্ষার মতোই এবার শীতও ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারে একটানা বেশ কিছুদিন, এমনই ধারণা ছিল তাঁদের। তবে পরপর ঝঞ্ঝা, নিম্নচাপের গেরোয় বঙ্গে এবার স্থায়ী হয়নি শীত। শীতের আমেজ থাকলেও হাড়কাঁপানো ঠান্ডার স্বাদ পাননি বঙ্গবাসী। উত্তরবঙ্গের দার্জিলিং বাদ দিলে মোটের উপর সব জেলাতেই ছবিটা একই।