মেঘলা আকাশের দোসর কুয়াশা, কাল থেকে ভিজবে বাংলা

আগামিকাল, বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামিকাল, বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Winter Fog

ঘন কুয়াশায় ঢাকা রাস্তা যান চলাচলের বিপদ বাড়াচ্ছে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

বসন্তের শুরুতেই আকাশের মুখ ভার। বুধবার সকাল থেকে মেঘলা আকাশের দোসর হয়েছে কুয়াশা। আগামিকাল, বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গও ভিজবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে উত্তর-পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার রাত থেকে। ফলে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীর, লাদাখে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে হিমাচল এবং উত্তরাখণ্ডে। এর প্রভাব পড়বে বাংলাতেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন হবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

Advertisment

আরও পড়ুন ‘চোর’ চেনাতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল রাস্তায়, পুলিশি সক্রিয়তায় প্রশ্ন

এদিকে, শীতের আমেজ ফিকে হওয়ায় উঁকি দিচ্ছে বসন্ত। আবহাওয়া দফতর জানাচ্ছে, এবার থেকে ধীরে ধীরে একটু একটু করে তাপমাত্রা বড়বে। শীতের আমেজ পুরোপুরি ফিকে হয়ে নামবে বসন্ত।

West Bengal Weather Forecast West Bengal Weather Forecast