Weather Today: ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে আজ, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দিনভর ভারীবৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।
তবে, আজ উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে।
আজ সারাদিনই কলকাতায় মেঘলা আকাশ থাকবে। চলবে বৃষ্টি। সন্ধ্যারপ পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
২৬ জুলাই বাংলাদেশ সংলঙ্গ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই শনি ও রবিবারের মধ্যে মৎসজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন