মঙ্গলবারের মতো আজ, বুধবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তবে বিকেলে বৃষ্টি হলেও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে ঘাম থেকে রেহাই মিলবে না। বিকেলের ক্ষনিকের বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মিলছে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
আজ, বুধবার কলকাতায় দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড়ও উঠতে পারে। দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে। তবে শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এদিকে, পশ্চিমাঞ্চল এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। উল্লেখ্য, আগামী দিনকয়েকের মধ্যে মৌসুমী বায়ুর হাত ধরে কেরলে ঢুকবে বর্ষা। তার পর বাংলাতেও ঢুকে পড়বে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।