Advertisment

বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

আগামী এক-দুঘণ্টার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
todays weather forecast partly cloudy sky in kolkata possibility of rain west bengal

সোমবারও বৃষ্টির পূর্বাভাস।

বঙ্গোপসাগরে গভীর হয়েছে নিম্নচাপ। তার জেরে আজ, মঙ্গলবার এবং আগামিকাল বুধবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশা হয়ে ছত্তিশগড়মুখী নিম্নচাপ। শক্তি বাড়ালেও বাংলায় ততটা প্রভাব ফেলবে না বলে পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও হালকা-মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

Advertisment

আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি হবে। আজ, সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ। কোথাও কোথাও ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আগামী এক-দুঘণ্টার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এবছর গোটা রাজ্যেই বর্ষার ব্যাপক ঘাটতি রয়েছে। সেই ঘাটতি এবার কিছুটা হলেও পূরণ হতে পারে নিম্নচাপের হাত ধরে। বর্ষায় নিম্নচাপ এলে তার হাত ধরে বৃষ্টিও বাড়ে। তবে এবার বর্ষায় তেমন পরিস্থিতি ঘটেনি। চলতি বর্ষায় এই প্রথম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই নিম্নচাপ যথেষ্ট শক্তি বাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উপকূলের জেলায় প্রবল দুর্যোগ বয়ে আনবে।

আরও পড়ুন শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী-অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

নিম্নচাপের জেরে আপাতত দিন তিনেক দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগেভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। যে মৎস্যজীবীরা এখনও সমুদ্রে রয়েছেন তাঁদেরও আজকের মধ্যেই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal monsoon weather update West Bengal Weather Forecast Weather Forecast
Advertisment