Advertisment

আজও ভিজবে বাংলা, ঘূর্ণিঝড় গুলাবের জেরে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও এক ঘূর্ণাবর্ত। যার দরুন সোমবার থেকে বাংলার দক্ষিণের জেলাগুলিতে বর্ষণ বাড়বে বলেই পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weathet forcast today 26 september 2021 cyclone gulab

রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে থেকেই উঁকি মারছে রদ্দুর। কিন্তু, তাতেও নিস্তার নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়লেই পাল্টে যাবে আবহাওয়া। বিকেলেই কলিঙ্গপত্তনমের উপর ঘুর্নিঝড় গুলাবের আছড়ে পড়ার কথা। যার জেরে আজ কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হবে। এছাড়াও, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও এক ঘূর্ণাবর্ত। যার দরুন সোমবার থেকে বাংলার দক্ষিণের জেলাগুলিতে বর্ষণ বাড়বে বলেই পূর্বাভাস।

Advertisment

হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমানার কলিঙ্গপত্তনমে এদিন বিকেলে ঘূর্ণিঝড় গুলাবের তাণ্ডব লক্ষ্য করা যাবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে বইবে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া বাঁকুড়ে, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের একাংশেও বৃষ্টি চলবে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হলিদ সতর্কতা জারি করেছে প্রশাসন। বৃষ্টির ফলে নদীগুলি জসস্তর বাড়বে। ফলে দক্ষিণের অন্যান্য় জেলাগুলির বেশ কয়েকটি জায়গায়া জারি রয়েছে কমলা সতর্কতাও।

ফের দুর্যোগের ঘনঘটা হতেই বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই গত কয়েকদিনে দু'বার দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যেরর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলা প্রশাসনের সব আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি সব কর্মীদের ছুটি বাতিল বলে ঘোষণা করেছে নবান্ন। উপকূলবর্তী এলাকা ও অন্যান্য স্থানের নীচু অংশ, মাটির বাড়ি ও দুর্বল বাড়ি থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ, রবিবার শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিক্ষপ্ত বৃষ্টি হবে। এদিন কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। ফলে বৃষ্টি হলেও শহরের গরমের অস্বস্তি থাকবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather kolkata weather update weather today Bengal Weather Weather Forecast West Bengal Weather Today
Advertisment