IMD Weather Update Today: দক্ষিণবঙ্গের ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। তবে সেভাবে বৃষ্টির দাপট দেখা যায় নি। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা এই মুহূর্তে সক্রিয়ও হয়েছে। আগামী বুধবার থেকে রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে বলেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, বৃষ্টি প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে। পূর্বাভাস মতোই আজ সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। বিকেলে কোন কোন জেলায় বর্জ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় আজ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ সোমবার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই পার্বত্য জেলা-সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, দুই দিনাজপুরেও।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের জেরে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন : < Chopra lynching: ‘ড্যামেজ কন্ট্রোলে’ শাসক দল, চোপড়ার ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের >
কলকাতার ওয়েদার আপডেট
হাওয়া অফিস জানাচ্ছে, সোম-মঙ্গলে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন শহরের সর্বোচ্চ তাপামাত্রা থাকতে পারে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরের ওয়েদার আপডেট
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা শুনিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশকিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়ার বেশকিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোম এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।