Kolkata Weather Today: নিন্মচাপের সুবাদে চলবে নাগাড়ে বৃষ্টি, স্বস্তির খবরে তৃপ্তিতে বঙ্গবাসী! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ।

এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ।

IMD Weather Update Today June 28: নিন্মচাপের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বর্ষা প্রবেশের দিন দশেক অতিক্রান্ত। এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ।

Advertisment

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিন্মচাপের প্রভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিসের। জানা গিয়েছে, বৃষ্টি প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে। আগামীকাল রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই বর্ষা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল জুনের শেষ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ শুরু হতে চলেছে। জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটে যাবে। সেই পূর্বাভাস মতোই আজ শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। রাতেও কোন কোন জেলায় বর্জ্রপাত সসহ বৃষ্টির খবর মিলেছে। কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় আজ হালকা থেকেভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আরও পড়ুন : < East-West Metro: গঙ্গার নীচে মেট্রো যাত্রা পুরো জমে ক্ষীর! বিনোদনের ঢালাও আয়োজন এবার হাতের মুঠোয় >

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই পার্বত্য জেলা-সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, দুই দিনাজপুরেও।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

এই মরশুমে বর্ষার তেমন জোরালো দাপট এখনও দেখেনি দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের জেরে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। ফলে টানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতার ওয়েদার আপডেট

শহর কলকাতার আকাশে আজ থেকেই মেঘের দেখা মিলবে। তবে বেলা বাড়লে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। যার জেরে অস্বস্তি বাড়বে মহানগরীর বাসিন্দাদের। ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি মিলছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে খনিকের টানা বৃষ্টিতে স্বস্তি পেতে পারেন শহরবাসী।

West Bengal weather today weather update Weather Report Weather Forecast weather Update. Bengal Weather