উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ। নামতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে পাকাপাকি ভাবে এটাই শীত নয়, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রাও কমবে। ফলে শীতের শিরশিরানি অনুভূত হবে।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে পারদ কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও থাকবে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। শুক্র-শনিবার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস।
মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান। তবে দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ, ভোর ও রাতে শীতের আমেজে বজায় থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। তবে এ সপ্পাহেই রাজ্যে পাকাপাকি ভাবে শীত পড়ছে না।
সপ্তাহের শেষ দিকে উত্তরের জেলাগুলোতে পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস। পার্বত্ত জেলাগুলোতে আরও বাড়বে শীত। আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের এসব জেলায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার।