/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Waterlog-1.jpg)
Weather Update: টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির গোঘাটের বিস্তীর্ণ প্রান্ত। ছবি: উত্তম দত্ত।
Weather Update: ঝেঁপে বৃষ্টি (Rain) চলছে রাজ্যে। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি জেলায়-জেলায়। গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তারই জেরে এই টানা দুর্যোগ। তবে এখনই এই দুর্যোগ থেকে নিস্তারের সম্ভাবনা নেই। অন্তত এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
জেলায় জেলায় দফায় দফায় মাঝারি কোথাও ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এই বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টির জেরে জল ছাড়তে শুরু করেছে জলাধারগুলিও। জল ছাড়ছে DVC। তারই জেরে জলাধার লাগোয়া জেলাগুলিতে বানভাসি হওয়ার আশঙ্কা বাড়ছে।
এদিকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি একদিকে ঝাড়খণ্ড এবং অন্যদিকে সিকিম এবং ভুটানেও বৃষ্টি চলছে। ঝাড়খণ্ডের বৃষ্টির জেরেও এরাজ্যের পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। বানভাসি হতে পারে একাধিক জেলা। অন্যদিকে সিকিম, ভুটানের টানা বৃষ্টির জেরে উ উত্তরবঙ্গের পরিস্থিতিও খারাপ হতে পারে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/waterlog-3.jpg)
আরও পড়ুন- Heavy Rainfall: টানা বৃষ্টিতে নাস্তানাবুদ, জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, জারি প্রতীকী প্রতিবাদ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Waterlog-2.jpg)
চলতি বর্ষায় এই প্রথম এমন পরিস্থিতির মুখে পড়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহর কলকাতার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকাগুলিতে জল জমেছে। কোথাও কোথাও পাম্প বসিয়ে জল বের করতে দেখা যাচ্ছে পুরসভাগুলিকে। আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে করে শীঘ্রই এই দুর্যোগ থেকে মুক্তির সম্ভাবনা নেই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/waterlog-5.jpg)
আরও পড়ুন- Koi Fish: বৃষ্টিতে কই মাছ ধরাই হল কাল, যুবকের চরম পরিণতিতে আঁতকে উঠবেন
তবে বৃষ্টি এভাবে চলতেই থাকলে বড়সড় বিপদের আশঙ্কা বাড়ছে। একটানা এই দুর্যোগের শেষ কবে? সেব্যাপারে এখনও পর্যন্ত যুৎসই কোনও উত্তর দেয়নি হাওয়া অফিস। আপাতত এই সপ্তাহের পুরো সময়টাতেই রাজ্যজুড়ে বৃষ্টির এই দাপট জারি থাকবে।