Advertisment

চুকেছে বৃষ্টির পালা! রাজ্যে শীতের ইনিংস শুরু কবে?

সকাল-সন্ধেয় শীতের অনুভূতির শুরুটা ঠিক কবে থেকে? সেব্যাপারেই মিলেছে লেটেস্ট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Bengal Weather Forecast: দুর্গাপুজোর নবমী-দশমীতে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো হালকা বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে এবার সেসবে ইতি। একাদশী থেকেই মেঘমুক্ত আকাশ। বৃষ্টির পালা চুকিয়ে এবার শীতের অপেক্ষায় বঙ্গবাসী। সকাল-সন্ধেয় শীতের অনুভূতির শুরুটা ঠিক কবে থেকে? সেব্যাপারেই মিলেছে লেটেস্ট আপডেট।

Advertisment

শীত আর কত দূরে?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই রাজ্যে ঢুকতে চলেছে উত্তুরে হাওয়া। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা নামবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই রাতের দিকের তাপমাত্রা আরও নেমে যাবে। আপাতত দিন কয়েক সন্ধের পর থেকে হালকা ঠাণ্ডার অনুভূতি মিলতে পারে। অর্থাৎ এখনই দিনক্ষণ নির্ধারণ করা না গেলেও শীত একেবারে দোরগোড়ায় এটা বলা যেতেই পারে। তবে আগামী কয়েকদিন রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও সন্ধের পর থেকে তাপমাত্রা খানিকটা কমবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট…

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমার জোরালো ইঙ্গিত রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই বিকেলের পর থেকে ঠাণ্ডার আমেজ মিলছে।

আরও পড়ুন- বীভৎসতায় গা শিউরে উঠবে! বিজেপি কর্মীর রক্তাক্ত পরিণতি! কাঠগড়ায় তৃণমূল

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…

দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমারও স্পষ্ট ইঙ্গিত। আগামী কয়েকদিনে ধীরে ধীরে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা নেমে যেতে পারে। পার্বত্য অঞ্চলের দুই জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতেও দ্রুত শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- পুজো মিটতেই সক্রিয় ED, রাজ্যের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে সাতসকালে হানা

জেনে নিন কলকাতার আবহাওয়ার আপডেট…

শহর কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আগামী কয়েকদিনে দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। একইসঙ্গে আগামী কয়েকদিন তিলোত্তমা মহানগরীর তাপমাত্রা ধীরে ধীরে কমবে।

Winter Coming West Bengal Weather Report kolkata
Advertisment