/indian-express-bangla/media/media_files/2025/06/15/M8RIil9bnzwAduJxCJO0.jpg)
রবিবার হলুদ সতর্কতা জারি ।
Kolkata Weather Today: বেলা গড়ালেই ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা এমনই সতর্কবার্তা জারি করল আলিপু আবহাওয়া বিভাগ। টানা বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন বলেই জানানো হয়েছে।
আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য রবিবার হলুদ সতর্কতা জারি করেছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা উত্তর-পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই দার্জিলিং ও কালিম্পংয়ের ভূমিধসপ্রবণ অঞ্চলে অযথা যাতায়াত এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিও এই সতর্কতার আওতায় এসেছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা ও বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে রবিবার খুব ভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেমি) হওয়ার পূর্বাভাস রয়েছে।
কলকাতায় শুক্রবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা ছিল এবং মাঝেমধ্যে বৃষ্টিও হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জলযন্ত্রণার জেরে যানজটের খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্ত জুড়ে শহর ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে রবিবার থেকে আরও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।