/indian-express-bangla/media/media_files/2025/10/01/cats-2025-10-01-15-11-27.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
🔹৩ শতাংশ DA-বৃদ্ধির ঘোষণা
দীপাবলি এবং দশেরার ঠিক আগে কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সরকার মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের পর, কর্মচারীদের ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশ হয়েছে। এই বৃদ্ধি ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে। সপ্তম বেতন কমিশনের আওতাধীন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরা সরাসরি এই সুবিধা পাবেন।
🔹অষ্টমীর রাতে বাঁকুড়ায় হাড়হিম কান্ড
অষ্টমীর রাতে বাঁকুড়ায় হাড়হিম কান্ড। দরজা ভাঙতেই উদ্ধার যুগলের পচাগলা দেহ। জানা গিয়েছে মাসখানেক আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই যুগল ঘর ভাড়া নেয়। বেশ কিছুদিন ধরেই তাদের আর ওই এলাকায় দেখা যাচ্ছিল না। পচা গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে যুগলের দেহ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য পড়ে গিয়েছে ওন্দা থানার রামসাগরে। স্থানীয় সূত্রের খবর ওই যুগলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাগমারি এলাকায়। আত্মহত্যা নাকি খুন? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
🔹লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা
আজ মহানবমী। আর এদিনই এ রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর। মহানবমীর দিনই নির্দিষ্ট অ্যাকাউন্টে ক্রেডিয় হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ঘোষণা রাজ্য সরকারের। এছাড়াও জয় বাংলা সহ বিভিন্ন সামাজিক প্রকল্প সহ পেনশনের টাকাও আজই প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। মূলত উৎসবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে রাজ্যের তরফে বলা হয়েছে।
🔹গুরুতর অসুস্থ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
গুরুতর অসুস্থ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার দলীয় সূত্রে বর, ৮৩ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতার জ্বরের সঙ্গে সঙ্গে গায়ে-হাত পায়ে ব্যথা রয়েছে। বেঙ্গালুরুতে এমএস রমাইয়া হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসায় ইতিমধ্যে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। কংগ্রেসের এক সিনিয়র নেতা জানান, “রাজ্যসভার বিরোধী দল নেতাকে মঙ্গলবার হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।”
🔹অষ্টমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা!
অষ্টমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা! দুর্গা মণ্ডপে ধাক্কা দ্রুতগামী বাসের। গুরুতর আহত ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যপ্রদেশের জব্বলপুরে দুর্গা অষ্টমীর রাতে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাসটি দ্রুতগতিতে দুর্গা মণ্ডপে ধাক্কা মারে। বাসের ধাক্কায় আহত হন ২০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে পাথর ছুঁড়ে মারে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
🔹 তামিলনাড়ুতে ফের দুর্ঘটনা
উৎসবের মাঝেই ভয়াবহ দুর্ঘটনা। শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা ও টিভিকে নেতা বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৩৯ জনের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মাঝেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী দক্ষিণের এই রাজ্য। এবার ঘটনাস্থল চেন্নাইয়ের এন্নোর। উত্তর চেন্নাইয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি নির্মীয়মাণ ভবন আচমকাই ভেঙে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের চারতলা ওই ভবনের নির্মাণকাজ চলছিল। মঙ্গলবার প্রতিদিনের মতোই সেখানে ৩০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। আচমকাই ভবনটি ধসে পড়ায় বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা প্রায় ২০ ফুট উঁচুতে দাঁড়িয়ে কাজ করছিলেন। হঠাৎই নির্মাণস্থলে ব্যবহৃত লোহার কাঠামো ভেঙে পড়ে যায়। ধ্বংসস্তূপে চাপা পড়েন শ্রমিকরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়,একজন এখনও চিকিৎসাধীন। প্রশাসন সূত্রে খবর, নিহত শ্রমিকরা অসমের বাসিন্দা।
🔹 হাওড়ায় গুলি করে খুন
অষ্টমীর রাতে হাওড়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি। আলো ঝলমলে রাস্তায় মুহূর্তেই লুটিয়ে পড়ে মৃত্যু হল বিহারের বাসিন্দা সুরেশ যাদবের। জানা গিয়েছে সুরেশের আসল বাড়ি বিহারের গোপালগঞ্জে। দুর্গাপুজো উপলক্ষ্যেই কলকাতায় আসেন ঠাকুর দেখতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার রাত তখন সাড়ে ন'টা, বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যাবসায়ী। হঠাৎ করেই একদল যুবক বাইকে করে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোঁড়ে। রক্তাক্ত অবস্থায় সুরেশ মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই বাইকে চেপে এলাকা ছাড়েন দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশ কমিশনরেটের আধিকারিকরা। দ্রুত তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুরেশকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Oct 01, 2025 12:10 IST
West Bengal News Live: বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পুজোর খুশি ভাগ করলেন অভিষেক
ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যুতে বরাবরই সুর চড়িয়েছেন তিনি। মহাঅষ্টমীর শুভক্ষণে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগেরবাজারে জপুর জয়শ্রী পুজো মণ্ডপে এসে তিনি শুনেছেন তাদের তাঁদের উদ্বেগ ও সমস্যার কথা। পাশাপাশি তাদের আশ্বস্ত করেছেন। পাশে থাকার বার্তাও দিয়েছেন। তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "তাঁদের উদ্বেগ ও সমস্যার কথা শুনে আমি আশ্বস্ত করেছি যে আমাদের মা-মাটি-মানুষ সরকার তাঁদের অধিকার, সম্মান এবং জীবিকাকে সুরক্ষিত রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। তাঁদের সঙ্গে এক প্লেট ফুচকা ভাগ করে খাওয়া আমাকে আবারও স্মরণ করিয়ে দিল যে আমাদের সঙ্গে মানুষের সম্পর্ক কতটা অটুট। আমি প্রার্থনা করি, মা দুর্গার আশীর্বাদ প্রতিটি ঘরে শান্তি, সমৃদ্ধি ও সুখের আলো ছড়িয়ে দিক। তাঁর ঐশ্বরিক কৃপা বাংলায় ঐক্য ও সম্প্রীতির বার্তা জাগিয়ে তুলুক। শারদীয়ার এই আবহ আমাদের হৃদয় ও পথঘাটকে ভরে তুলুক উজ্জ্বলতা, প্রাণশক্তি ও উৎসবের আনন্দে।"
- Oct 01, 2025 10:06 IST
West Bengal News Live: ৬৯ লক্ষ ভোটারের নাম বাদ, বিহারের SIR- বাংলার বুকেও কাঁপুনি ধরাচ্ছে
বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ৬৯ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এবং ২১ লক্ষ নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে।
- Oct 01, 2025 09:37 IST
West Bengal News Live: ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর
ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর। বেহালার নূতন দল পুজো মণ্ডপে ঠাকুর দেখতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। জানা গিয়েছে মৃতার নাম সঙ্গীতা রানা। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অ্যাজ়মার সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে পুজো দেখতে বেরোনোর পর মণ্ডপ থেকে বেরোনোর সময় আচমকাই তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুজো কমিটির সদস্য ও পুলিশ তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সঙ্গীতাকে মৃত ঘোষণা করেন। - Oct 01, 2025 08:51 IST
West Bengal News Live: মহানবমীতে LPG সিলিন্ডারের দাম আরও বাড়ল
আজ মহানবমী। উৎসবের মরশুমেই হুড়মুড়িয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৫টাকা ৫০পয়সা। এই নতুন দাম ১ অক্টোবর, সকাল ৬টা থেকে কার্যকর হবে। এর আগে, টানা পাঁচ মাস ধরে দাম কমানো হয়েছিল।
- Oct 01, 2025 08:23 IST
West Bengal News Live: প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত্যুমিছিল
ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। মধ্য ফিলিপিন্স-এ মঙ্গলবার রাতে তীব্র ভূমিকম্পে এখন পর্যন্ত ২২জনের মৃত্যুর খবর মিলেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯।