বাংলার সঙ্গে বাণিজ্যক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী নর্থ ম্যাসিডোনিয়া। মাদার টেরিজার দেশ এবার পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শহর কলকাতায় রিপাপলিক অফ নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি, তাঁর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূতও। মাদারের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।
কলকাতাকে ম্যাসিডোনিয়ার সিস্টার সিটি হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন সে দেশের বিদেশমন্ত্রী। বাংলায় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মাদারের দেশ। আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এব্যাপারে চুক্তিপত্র সই হতে পারে বলেও জানা গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলায় মাদার টেরিজাকে নিয়ে ম্যাসিডোনিয়া একটি ট্যুরিজম বিভাগ চালু করতে আগ্রহ দেখিয়েছে।
আরও পড়ুন- ইন্ডিয়া জোটের বৈঠক, ‘তিতিবিরক্ত’ মমতা! কেন অভিষেককে নিয়ে তড়িঘড়ি ধরলেন কলকাতার বিমান?
শুধু তাই নয়, বাংলায় বিনিয়োগেও আগ্রহী নর্থ ম্যাসিডোনিয়া। আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মাদারের দেশ থেকে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলও কলকাতায় আসতে পারে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এব্যাপারে সেদেশের বিদেশমন্ত্রী নিজে তাঁকে কথা দিয়েছেন বলে দাবি কলকাতার মেয়রের।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য নোবেলজয়ী মাদার টেরিজার জন্মস্থান ম্যাসিডোনিয়ায়। তবে ম্যাসিডোনিয়ায় জন্ম হলেও জীবনের অধিকাংশ সময়টাই মাদার কাটিয়েছেন কলকাতায়। তাঁরই হাত ধরে তিলোত্তমা মহানগরীতে গড়ে উঠেছিল মিশনারিজ অফ চ্যারিটি। কলকাতায় এসে আর্চ বিশপ থমাস ডিসুজার সঙ্গেও দেখা করেছেন নর্থ ম্যাসিডোনিয়ার বিদেশমন্ত্রী বুজার ওসমানি।