Advertisment

'দিদি'র প্রস্তাব, রাজি 'ভাই', বাংলার পর্যটন অ্যাম্বাসেডর দেব

কী হবে কিং খানের?

author-image
IE Bangla Web Desk
New Update
west bengals tourism ambassador is dev mamata banerjee announced , 'দিদি'র প্রস্তাব, রাজি 'ভাই', বাংলার পর্যটন অ্যাম্বাসেডর দেব

মমতা বন্দ্যোপাধ্যায় ও দেব।

নবান্নে শিল্প বৈঠকের মাঝে বাংলার পর্যটন বিপণনের জন্য অভিনেতা-সাংসদ দেবকে অ্যাম্বাসেডর বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

বাংলার পর্যটন বিপণনকে শুরু থেকেই গুরুত্ব দিয়েছে মমতা সরকার। রাজ্যের পর্যটন মুকুটে জুড়েছে আন্তর্জাতিক পালক। বার্লিনের পর্যটন উৎসব বাংলার পর্যটনকে হেরিটেজ তকমা দিয়েছে। তারপরই রাজ্যের পর্যটন বিপণনকে আরও পোক্ত করতে মরিয়া খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। আলোচনা চলাকালীনই এদিন দেবকে বাংলার পর্যটনের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। দেবের উদ্দশ্যে তিনি বলেন, 'দেব, তুমি বাবা একটু বাংলার অ্যাম্বাসেডর হয়ে যাও না!' মমতার এই প্রস্তাবে রাজিও হয়ে যান দেব।

সরকারিভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর 'বলিউড বাদশা' শাহরুখ খান। তাহলে কী কিং খানের জায়গায় আসছেন দেব? এই চর্চা শুরু হতেই মমতা বলেন, 'এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।' তারপরই দেবকে মুখ্যমন্ত্রী বলেন, 'তুমি এই কাজে আরও দু-তিনজনকে নিয়ে নিও।'

রাজ্যের পর্যটন বিপণনের জন্য তৈরি করা হবে ভিডিও বা বিজ্ঞাপনও। যা বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে।

Mamata Banerjee sharukh khan Dev tourism West Bengal
Advertisment