Advertisment

সাতসকালে চন্দ্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে চারজন মারা গিয়েছেন। পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হাসপাতালে মারা গিয়েছেন আরও একজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লরির সামনের অংশ তুবড়ে যায়

বুধবার সাতসকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউনে বাসের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের৷ আহত হয়েছেন ৩০ জনেরও বেশি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisment

জানা গিয়েছে, আজ সকালে সাড়ে সাতটা নাগাদ চন্দ্রকোণা রোডের ওপর খেজুরডাঙা এলাকায় একটি এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। তুবড়ে যায় ট্রাকটির সামনের অংশ। ট্রাকের ভেতরেই মারা যান ট্রাকের চালক ও খালাসি।

আরও পড়ুন: গরুমারায় খড়্গবিহীন গণ্ডারের মৃতদেহ, আশঙ্কা পোচিংয়ের

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রাকটি পার্শ্ববর্তী বাঁকা এলাকার একটি বাইককে ধাক্কা দেয়। এর পর ঘটনাস্থল থেকে পালানোর জন্য ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছোটাচ্ছিলেন ট্রাকচালক। এর ফলেই এক্সপ্রেস বাসটির সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। দুর্ঘটনাগ্রস্ত বাসটি খড়গপুর থেকে তারকেশ্বর যাচ্ছিল।

publive-image লরির সামনের অংশ তুবড়ে যায়

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে চারজন মারা গিয়েছেন। পরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হাসপাতালে মারা গিয়েছেন আরও একজন। কীভাবে দুর্ঘটনা ঘটল তা যেমন পুলিশ খতিয়ে দেখা শুরু করেছে, তেমনই আহতদের চিকিৎসা ব্যবস্থার তদারকিও করছে তারা।

বেশিরভাগ আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

bus accident
Advertisment