মনের কোণে জমে থাকা ইচ্ছাকে ভগবান রামের সামনে তুলে ধরতে সেই সঙ্গে বাংলার মঙ্গল কামনায় খালি পায়ে কাঁধে জাতীয় পতাকে নিয়ে অয্যোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে এক যুবক। হাতে রয়েছে কলসি, তুলসীপাতা। পিঠে টানানো একটি ফ্লেক্স তাতে রয়েছে নাম, ফোন নম্ব্ আধার নম্বর। বুকে রামবক্ত হনুমানের ছবি তাই নিয়েই মনের অদম্য জোরকে সঙ্গী করেই রামমন্দিরের উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের গোপাল।
গোপাল পেশায় দিনমজুর হলেও তার রামভক্তি চমকে দিয়েছে সকলকেই। উল্লেখ্য হাতে গোনা মাত্র কয়েকদিন। তারপরই দেশবাসীকে বিরাট চমক দিতে চলেছেন মোদী সরকার। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ঘিরে এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক তার আগেই ভগবান রামের দর্শন ও নিজের এবং সারা বাংলার মঙ্গল কামনায় খালি পায়ে হেঁটেই অযোধ্যায় রামমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন পেশায় দিনমজুর গোপাল।
আরও পড়ুন: < মুসলিম শিল্পীর হাতে তৈরি রামের মূর্তি, অযোধ্যার মন্দির সাজিয়ে তুলতে প্রাণপাত জামালউদ্দিনের >
সংবাদ মাধ্যমের সামনে গোপাল বলেন, "আমি পায়ে হেঁটেই ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আর্শীবাদ ও প্রার্থনা জানাতে যাচ্ছি। মনে অনেক কিছু স্বপ্ন আছে যদি তা পূরণ হয় সেই লক্ষ্যেই অযোধ্যায় যাওয়া। পাশাপাশি বাংলার মঙ্গন চেয়ে ভগবান রামের চরনে পুজো দেব"।
গোপালের বাড়িতে রয়েছেন স্ত্রী, বৃদ্ধা মা ও এক সন্তান। আগামী এক মাসের দীর্ঘ পথ হেঁটে অযোধ্যায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন তিনি। আর ঠিক সেই লক্ষ্যেই গত বুধবার বাড়ি থেকে রওনা দিয়েছেন তিনি। একমাসের এই যাত্রাপথে আমিষ ছুঁয়েও দেখবেন না তিনি। খাওয়ার বলতে মুড়ি-চিড়েই সঙ্গী। ইতিমধ্যেই পায়ে ফস্কা পড়েছে তাও মনোবল অটুট। পরিবারের কথায়, গোপালের যাতে সুষ্ঠ ভাবে ভগবান রামের দর্শন পেয়ে বাড়ি ফিরে আসতেই পারেন এই একটাই প্রার্থনা। আর দিনমজুর গোলাপের মনের জোরকে বাহবা জানিয়েছে সকলেই।