করোনায় কাঁপছে বাংলা। গরমেও নাজেহাল দশা ঘরবন্দি বাংলার। এই পরিস্থিতিতে আশার আলো দেখাল আবহাওয়া দফতর। সন্ধেয় কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ইতিমধ্য়েই কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বইছে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: ‘৬ না, বাংলায় করোনায় মৃত ৩’, দাবি মমতার
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্য়ে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্য়ূনতম ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন