Advertisment

নওশাদের চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের! তবে দিলেন বিরাট সতর্কবাণীও

লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্র ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ।

author-image
IE Bangla Web Desk
New Update
What Abhishek Banerjee has says about naushad siddiquis candidacy for Lok Sabha polls in Diamond Harbour , লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকির প্রার্থী হওয়ার ইচ্ছে নিয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

নওশাদ সিদ্দিকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাংলার অন্যতম নজরকাড়া কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই এই কেন্দ্র ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চব্বিশে তাঁকে হারাতে মরিয়া বিরোধী দলগুলো। ইতিমধ্যেই ওই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জ ছুড়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার বিকেলে ফলতা দাঁড়িয়ে সেই কড়া টক্কর তিনি গ্রহণ করছেন বলে জানিয়েছেন অভিষেক। পাশাপাশি হুঁশিয়ারির সুরেই করে দিয়েছেন বড় অভিষ্যদ্বাণী।

Advertisment

নওশাদের ইচ্ছে

ইন্ডিয়া জোটে নেই আইএসএফ। তবে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছেন দিন কয়েক আগেই। সূত্রের খবর, সেকথা ইতিমধ্যেই আইএসএফের বিধানসভা ভোটের জোট সঙ্গী সিপিআইএম নেতৃত্বকে জানিয়েছেন তিনি। আলিমুদ্দিন এ নিয়ে এখনও মুখ খোলেনি। তবে, চাইলে নওশাদকে ডায়মন্ড হারবারের কংগ্রেসের সমর্থনে বাধা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফলে

অন্যদিকে বিজেপিও এবার অভিষেকের বিরুদ্ধে ভাল প্রার্থী দিতে কোমর বাঁধছে বলে জানা গিয়েছে। তাই ভোটযুদ্ধে ডায়মন্ড হারবারে এবার 'কাঁটে কি টক্কর' দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কী বললেন অভিষেক?

শুক্রবার বিকেলে ফলতার একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রীয় এজেন্সির তলব, বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতি, ডায়মন্ড হারবারের তাঁর বিরুদ্ধে প্রার্থী নিয়ে মুখ খোলেন।

কোনও নাম উচ্চরাণ না করেই অভিষেক বলেছেন, 'শুনেছি, অনেকেই এখন ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চাইছেন। দাঁড়াতেই পারেন। এটাই তো ভারতীয় গণতন্ত্রের রীতি নীতি, ঐতিহ্য। খুব ভালো। গুজরাটের, উত্তর প্রদেশের নেতারাও ডায়মন্ড থেকে দাঁড়াতে পারেন। ডায়মন্ড হারবারে যে কেউ দাঁড়াতে পারেন। মানুষ একপক্ষকে বেছে নেবে, অন্যদের বর্জন করবে।'

অভিষেকের অভিষ্যদ্বাণী

'গতবার (২০১৯য়ের লোকসভা ভোট) এই কেন্দ্র থেকে ৩ লাখ ২১ হাজারের ব্যবধানে জিতেছিল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র ফলতা কেন্দ্র থেকেই ব্যবধান ছিল ৪৫ হাজার। সেই টার্গেট এবার ৭০ হাজার করতে হবে। আজকে যে পরিমাণ মানুষ এখানে এসেছেন, রাস্তায় ৫০ হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। এই মানুষরা ভোট দিলেই তো উড়ে যাবে। মানুষই ভো-কাট্টা করে দেবে। টাকা ছড়িয়ে কোনও লাভ হবে না। বড় ফুল টাকা দিলে নেবেন, কিন্তু ভোটটা জোড়াফুলেই দেবেন। ভোটের সময় আগেও সংখ্যালঘু তাস খেলেছিল সিপিএম। কিন্তু, যাঁরা সংখ্যালঘু তাস খেলেছিল, তাদের এখন কী অবস্থা সবাই জানে। আমাদের এখানে কাউকে ভাতে মারতে পারবে না কেন্দ্র।'

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন ‘মিডলম্যান’ প্রসন্নর, তদন্ত নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে সিবিআই

tmc abhishek banerjee ISF Diamond Harbour loksabha election 2024 naushad siddiqui
Advertisment