Advertisment

সিবিআই তলব পেয়েই বড় অভিযোগ অভিষেকের, নিশানা কাকে?

বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন যে, তদন্তকারী সংস্থা তলব করলে তিনি নিজস্ব কর্মসূচি স্থগিত রেখেই হাজিরা দেবেন। তদন্তে সব রকম সহযোগিতা করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
what abhishek banerjee said on twitter after receiving cbi summons , সিবিআই তলব পেয়েই বড় অভিযোগ অভিষেকের, নিশানা কাকে?

সিবিআই সমন অভিষেককে।

সকালে আদালতে ধাক্কার পরই দুপুরে সিবিআই সমন পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। শেষমেষ বাঁকুড়ায় দলের নবজোয়ার কর্মসূচি কাটছাঁট করে কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সমন পাওয়ার পরই এদিন টুইট করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Advertisment

কী বার্তা অভিষেকের?

'আমি আগামিকাল 20শে মে ২০২৩ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের কাছ থেকে একটি সমন পেয়েছি। এক দিনের আগাম নোটিস না দেওয়া সত্ত্বেও আমি সমন মেনে চলব। তদন্তের সময় আমি আমার সার্বিক সহযোগিতা করব।'

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সংযোজন, 'আজ যেখানে থামলাম ফের 22শে মে থেকে জনসংযোজযাত্রা শুরু হবে। এই ঘটনাগুলি দ্বারা আমি হতাশ না হয়ে আমি আরও বেশি করে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার চেষ্টা করব।'

আরও পড়ুন- অভিষেককে সিবিআই তলব, আজ রাতেই বাঁকুড়া থেকে সাংসদ ফিরছেন কলকাতায়

কুন্তল ঘোষের চিঠি মামলার প্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অভিষেককে। আজ রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছে তিনি হাজিরার জন্য।

আরও পড়ুন- ‘কথার জাগলারিতে নাম জড়িয়ে জিজ্ঞাসাবাদ’, অভিষেককে CBI তলবে ফুঁসছে তৃণমূল

কেন্দ্রীয় এজেন্সির সমন পাওয়ার পরই বাঁকুড়ায় অভইষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে, 'আজকেই ফিরে যাচ্ছি।' বৃহস্পতিবার তিনি বলেছিলেন যে, তদন্তকারী সংস্থা তলব করলে তিনি নিজস্ব কর্মসূচি স্থগিত রেখেই হাজিরা দেবেন। তদন্তে সব রকম সহযোগিতা করবেন।

tmc cbi abhishek banerjee
Advertisment