Advertisment

বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে 'অশনি', জানুন আবহাওয়ার পূর্বাভাস

আর দিন কয়েকের মধ্যে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
what could be the effect of cyclone asani in West Bengal

ঘূর্ণিঝড়ের নাম অশনি। এই নামকরণ করেছে শ্রীলঙ্গা।

আর দিন কয়েকের মধ্যে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে। যার নাম অশনি। এই নামকরণ করেছে শ্রীলঙ্গা। তবে এই ঘূর্ণিঝড়ের দরুন স্থলভাগে এখনও বিরাট কোনও ক্ষয়-ক্ষতির আশঙ্কার খবর নেই।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিছেন যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ১৫ মার্চ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ত্রমেই উপরসাগর অঞ্চলে আন্দামানের কাছাকাছি এসে শক্তি সঞ্চয় করবে। পরে ১৯ মার্চ এই নিম্নচাপটি দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

রবিবার এরপর নিম্নচাপটি ক্রমেই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার অর্থাৎ ২১ মার্চ, অশনি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম মুখী হয়ে এগোবে। এরপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে বলে পূর্বভাস।

আগামী বুধবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের স্থলভাগের প্রবেশ করতে পারে।

অশনির প্রভাবে কী পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলাবে?

এখনও পর্যন্ত আবাহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে এগোনোয় প্রচুর জলীয় বাষ্প বাংলার উপকূলীয় জেলাগুলোতে ঢুকতে পারে। তার জেরেই কিছুটা বদলাতে পারে আবহাওয়া।

cyclone Cyclone Update Bay of Bengal odisha West Bengal
Advertisment