Kunal Ghosh Responded To Partha Chatterjee's Criticism: একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে তৃণমূলের অন্দরে কুণাল ঘোষের পদ খোয়ানো নিয়ে বঙ্গ রাজনীতিতে গুঞ্জন চলছেই। এসবের মধ্যেই কুণাল ইস্যুতে শুক্রবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা অপসারিত তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এ দিন নগর দায়রা আদালতে হাজির করানো হয় পার্থকে। সেখানেই কুণালকে দলীয় পদ থেকে সরানো নিয়ে জিজ্ঞাসা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, 'কুণাল আগে চিটফান্ডের হিসাব দিক। ওকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছে।'
পার্থর সমালোচনার জবাব দিয়েছেন কুণাল ঘোষ। বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় আমাকে সমালোচনা করছেন, শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মত একজন ঘৃণ্য, তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দল ও সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের তাকরি বেচে এই কেলেঙ্কারি অন্যতম কিংপিং, মাস্টারমাইন্ড। সে বলছেন আমি শত্রু, অর্থাৎ দলের মধ্যে আমি তাঁর শত্রু ছিলাম। এটা আসলে আমার সততা, আমার সঠিক অবস্থান, স্বচ্ছতা, দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় দলের নেতৃত্বকে সহায়তার চেষ্টাকে প্রমাণ করে। একজন তোলাবাজের শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। উনি যা বলেছেন সেটা আমার বড় ক্যারেকটার সার্টিফিকেট।'
আরও পড়ুন- Sukanta-Dilip: গরমে শরীর সুস্থ রাখতে দুরন্ত পদে জমাটি ভোজ! পাত পেড়ে কী খাচ্ছেন সুকান্ত-দিলীপ?
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। পার্থকে গ্রেফতারের পরপরই তাঁর মন্ত্রিত্ব যায়। দলীয় সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে কুণাল ঘোষকে বলতে শোনা যায়, 'আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল। এই পার্থ আমায় দলবিরোধীও বলেছিলেন। অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক-তমুক করে বেরিয়েছিলেন।'
পদ খোয়ানোর পর বিভিন্ন সংবাদ মাধ্যমেও মুখ খুলেছেন কুণাল। তাঁর দাবি, 'পার্থ চট্টোপাধ্যায় বা তাঁর নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা দলের কাছে অনেক আগে থেকেই খবর ছিল।' এমনকী ২০২১ সালের ভোটের আগে থেকেই দল বিষয়টি জানত বলেও দাবি এই নেতার। আর সেই কারণেই পরে পার্থকে শিক্ষা দফতরের মন্ত্রীর পদে বসানো হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
Kunal VS Partha: 'বিরোধীদের থেকেও ক্ষতিকারক কুণাল', তোপ জেলবন্দি পার্থর, 'সম্মানিত'- দাবি পদ খোয়ানো তৃণমূল নেতার
TMC: ভোট উত্তাপের মাঝেই সরগরম তৃণমূল। এবার পার্থকে পাল্টা দিলেন কুণাল।
Follow Us
Kunal Ghosh Responded To Partha Chatterjee's Criticism: একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে তৃণমূলের অন্দরে কুণাল ঘোষের পদ খোয়ানো নিয়ে বঙ্গ রাজনীতিতে গুঞ্জন চলছেই। এসবের মধ্যেই কুণাল ইস্যুতে শুক্রবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা অপসারিত তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এ দিন নগর দায়রা আদালতে হাজির করানো হয় পার্থকে। সেখানেই কুণালকে দলীয় পদ থেকে সরানো নিয়ে জিজ্ঞাসা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, 'কুণাল আগে চিটফান্ডের হিসাব দিক। ওকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছে।'
পার্থর সমালোচনার জবাব দিয়েছেন কুণাল ঘোষ। বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় আমাকে সমালোচনা করছেন, শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মত একজন ঘৃণ্য, তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দল ও সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের তাকরি বেচে এই কেলেঙ্কারি অন্যতম কিংপিং, মাস্টারমাইন্ড। সে বলছেন আমি শত্রু, অর্থাৎ দলের মধ্যে আমি তাঁর শত্রু ছিলাম। এটা আসলে আমার সততা, আমার সঠিক অবস্থান, স্বচ্ছতা, দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় দলের নেতৃত্বকে সহায়তার চেষ্টাকে প্রমাণ করে। একজন তোলাবাজের শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। উনি যা বলেছেন সেটা আমার বড় ক্যারেকটার সার্টিফিকেট।'
আরও পড়ুন- Sukanta-Dilip: গরমে শরীর সুস্থ রাখতে দুরন্ত পদে জমাটি ভোজ! পাত পেড়ে কী খাচ্ছেন সুকান্ত-দিলীপ?
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। পার্থকে গ্রেফতারের পরপরই তাঁর মন্ত্রিত্ব যায়। দলীয় সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে কুণাল ঘোষকে বলতে শোনা যায়, 'আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল। এই পার্থ আমায় দলবিরোধীও বলেছিলেন। অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক-তমুক করে বেরিয়েছিলেন।'
পদ খোয়ানোর পর বিভিন্ন সংবাদ মাধ্যমেও মুখ খুলেছেন কুণাল। তাঁর দাবি, 'পার্থ চট্টোপাধ্যায় বা তাঁর নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা দলের কাছে অনেক আগে থেকেই খবর ছিল।' এমনকী ২০২১ সালের ভোটের আগে থেকেই দল বিষয়টি জানত বলেও দাবি এই নেতার। আর সেই কারণেই পরে পার্থকে শিক্ষা দফতরের মন্ত্রীর পদে বসানো হয়নি বলেও তিনি মন্তব্য করেন।