Locket Chatterjee-Rachana Banerjee: লড়াইটা মোদী ভার্সেস মমতা, রচনা ভার্সেস লকেট নয়। তাঁর কেন্দ্রে একদা তাঁরই সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হওয়ায় এই মন্তব্য করেছেন হুগলির BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
সিঙ্গুরে (Singur) নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার সময়েই তাঁর কাছে খবর আসে যে তার কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে 'দিদি নং ১' (Didi No 1) খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee)। রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূলের টিকিট পেয়েছেন শুনে বেশ সাবধানী মন্তব্য BJP নেত্রীর। একটা সময় 'ত্যাগ' বলে একটি বাংলা ছবিতে লকেট-রচনা দু'জনেই অভিনয় করেছিলেন। শুধু 'ত্যাগ' নয় আরও বেশ কয়েকটি ছবির কাস্টিংয়ে দু'জনের নাম ছিল। এবার ভোট ময়দানে রচনা প্রতিদ্বন্দ্বী শুনে বেশ সতর্ক লকেট। ব্যক্তিগত আক্রমণে যাবেন না তিনি, আবভাবে এটাই বোঝালেন লকেট।
রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হওয়া প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "এটা আসলে মোদীজির ভোট। মোদী ভার্সেস মমতা। এই লড়াইয়ে যতই লকেট ভার্সেস রচনা রটানো হোক, কিছু করতে পারবে না। মানুষ এতদিন ধরে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কী করে এসেছেন তা দেখেছেন। মোদীজি (Modi) কী করেছেন সেটাও দেখছেন মানুষ। মোদীজির সৈনিক হিসেবে কাজ করছি। । সন্দেশখালি (Sandeshkhali) জ্বলছে। দিদি নম্বর ওয়ানে মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন।"
আরও পড়ুন- Arjun Singh: ‘কথা দিয়েও’ ব্যারাকপুরে অর্জুনকে কেন প্রার্থী করল না তৃণমূল? রহস্য কোথায়?
রচনা প্রসঙ্গে লকেট বলেন, "রচনা ব্যানার্জির সঙ্গে আমি নিজে কাজ করেছি। অনেক জায়গায় আমরা দু'জনে সহ শিল্পী ছিলাম। সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লকেট করুক না কেন কেউ মানবে না। লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস মোদী। আসল লড়াই হচ্ছে মোদীজিকে দেখেই। লড়াইয়ের ময়দানে কোনও প্রতিপক্ষ নয়। লড়াইটা দুর্নীতির সঙ্গে মোদীজির।"