Advertisment

গোপনাঙ্গে আঘাত-নজরে মেয়েদের শাড়ি! ইডি তল্লাশির গোপন তথ্য ফাঁস মমতার

'আলাদা করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জানাব, কেমন অত্যাচার চালাচ্ছে ওরা।'

author-image
IE Bangla Web Desk
New Update
What did Mamata Banerjee say when ED detectives searched the house of the ministers , গোপনাঙ্গে আঘাত করে নজরে মেয়েদের শাড়ি! ইডি তল্লাশির গোপন তথ্য ফাঁস মমতার

ইডি গোয়েন্দাদের নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

ঘন্টার পর ঘন্টা পার, রেশন দুর্নীতি মামলায় এখনও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি জারি রয়েছে ইডি-র গোয়েন্দাদের। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতেই নয়, তাঁর পৈতৃক বাড়ি বেনিয়াটোলা লেনেও চলছে অভিযান। পুজোর আগে পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি পুর ও নগোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। বৃহস্পতিবার এসব নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তারপরই তল্লাশির সময় ইডি গোয়েন্দাদের আচরণ সম্পর্কে ভয়ঙ্কর

দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মমতার হুঁশিয়ারি

ইডি গোয়েন্দাদের পদক্ষেপ বিজেপির নির্দেশেই হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বেছে বেছে তাঁর একাধিক মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির প্রায়শই তল্লাশিকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে তোপ দেগেছেন মমতা। এরপরই গেরুয়া শিবিরকে নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'বালুর হাই ব্লাড সুগার রয়েছে। তল্লাশির সময় ও যদি মারা যায়, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।'

ফিরহাদের স্ত্রীর কাছ থেকে কী শুনেছেন মমতা?

মন্ত্রীদের বাড়িতে ইডি-র তল্লাশির কথা বলতে গিয়েই ফিরহাদ হাকিমের বাড়িতে এজেন্সির অভিযানের কথা বলেন মমতা। ইডি গোয়েন্দারা কেমন করে 'অত্যাচার' করেন তা তুলে ধরার চেষ্টা করেন। বলেন, 'ববি-র বউ-এর থেকে শুনেছিলাম ইডির গোয়েন্দারা ঘি-এর কৌটো উল্টে দিচ্ছে। চিনি কৌটোটাও উল্টে দিচ্ছে। এমনকী ছবি তুলছে কটা শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, কটা কসমেটিকস আছে।'

'গোপনাঙ্গে আঘাত করে নাম বলানোর চেষ্টা'

'কী যে অমানসিক অত্যাচার চালাচ্ছে তা কহতব্য নয়। কে বলেছে এখন শারীরিক অত্যাচার করা হচ্ছে না। এমনকি গোপনাঙ্গে আঘাত করে নাম বলানোর চেষ্টা করছে। বলছে, যতক্ষণ না বলবে ততক্ষণ এই অত্যাচার চলবে।' তারপরই সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনাদের তো ঢুকতে দেবে না। কিন্তু আলাদা করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জানাব, কেমন অত্যাচার চালাচ্ছে ওরা।'

কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতি।

আরও পড়ুন- ‘বালু যদি মারা যায়…’, ভয়ঙ্কর হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন- জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে মহানাটক! মিষ্টি হাতে বাড়িতে হাজির সব্যসাচী-সহ দলে দলে কাউন্সিলর

আরও পড়ুন- পুজো মিটতেই ঝাঁঝালো আন্দোলনের ডাক মমতার! এবার শান্তিনিকেতনে, হঠাৎ কেন এই হুঁশিয়ারি?

Firhad Hakim Mamata Banerjee Enforcement Directorate Jyotipriyo Mullick
Advertisment