প্রায় সাড়ে চার বছর পর মোহনবাগাের বিরুদ্ধে জিতে উল্লসিত লাল-হলুদ শিবির। উচ্ছ্বাস সমর্থকদের মধ্যেও। কিন্তু, তাতেও মুখ্যমন্ত্রীর বাহবা জুটল না ইস্টবেঙ্গলের।
মরসুমের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের। উল্লসিত লাল-হলুদ শিবির। উচ্ছ্বাস সমর্থকদের মধ্যেও। কিন্তু, তাতেও মুখ্যমন্ত্রীর বাহবা জুটল না ইস্টবেঙ্গলের। উল্টে, মোহানবাগানকে হারানোর কথা লাল-হলপদ কর্তা স্মরণ করিয়ে দিতেই সুর কড়া করলেন তিনি। বড় টার্গেট বেঁধে দিলেন বাংলার দুই প্রধানকে।
Advertisment
ঠিক কী হয়েছে?
বুধবার মহামেডানের নতুন তাঁবু উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই কলকাতার তিন প্রধানের উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডানকেও আইএসএলে খেলতে দেখার ইচ্ছাপ্রকাশ করেন মুখ্য়মন্ত্রী। মহামেডান সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএল খেলছে। মহমেডান কেন পারবে না? সমর্থকদের টাকাতেও আইএসএল খেলা যায়। আমি নিজেও কন্ট্রিবিউট করি। এত সমর্থক, ১ টাকা করে চাঁদা দিলেই হয়ে যাবে।'
সেই অনুষ্ঠানেই গত মরশুমের কথা মনে করিয়ে ইস্টবেঙ্গল কর্তাদেরসতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ইস্টবেঙ্গল তো আইএসএলে খেলছে। কিন্তু ইস্টবেঙ্গলের দলটা ভাল হয়নি। এবারে কিন্তু ইস্টবেঙ্গলের দলটা ভাল করতে হবে।'
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই মঞ্চে হাজির ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (নীতু) মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। বলতে থাকেন যে, গত শনিবারই মোহানবাগানকে ১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। তখন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'আরে একটা ম্যাচ তো জিতেছো। মোহনবাগানকে হারানোটা কথা নয়। আমি চাই আইএসএল চ্যাম্পিয়ন যেন বাংলা থেকে হয়। আইএসএল চ্যাম্পিয়নের ট্রফিটা বাংলায় আসবে।'
অর্থাৎ, ডার্বি বা একটা ম্যাচে জয় নয়, ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা, চ্যাম্পিয়ান হওয়াই যে একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেই বার্তাই দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বিগত দু'টি আইএসএল মরশুমে ইস্টবেঙ্গলের ফলাফল ছিল তলানীতে। লিগ তালিকার একেবারে শেষ করেছিল লাল-হলুদ শিবির। নতুন মরশুমে গত দু মরসুমের থেকে গোছানো দল করেছে ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল আট'টি ডার্বি ম্যাচের পর অবশেষে জয়ের মুখ দেখেছে। প্রায় সাড়ে চার বছর পর চির প্রতিদ্বন্দ্বিতে হারিয়ে খুশিতে সমর্থকরা।