Advertisment

পঞ্চায়েতে বিপুল জয়ের পথে তৃণমূল, তবু আক্ষেপ জেলবন্দি পার্থর! কী বললেন?

কিছুটা অন্যরকম সুর শোনা যায় অপসারিত তৃণমূল মহাসচিবের মুখে।

author-image
IE Bangla Web Desk
New Update
what did partha chaterjee say about tmc big win in panchayat election , পঞ্চায়েতে বিপুল জয়ের পথে তৃণমূল, তবু আক্ষেপ জেলবন্দি পার্থর! কী বললেন?

পার্থ চট্টোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটে বড় জয়ের পথে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে বুধবার মুখ খুললেন একদা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এসএসসি শিক্ষক নিয়োগকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আদালতে ঢোকার সময় তৃণমূলের জয় নিয়ে আশাপ্রকাশ করে তিনি। দলীয় নেতৃত্বেরও প্রশংসা করেন। কিন্তু, তার কয়েক ঘন্টা পরই সুর বদল করেন পার্থ। কিছুটা আক্ষেপের সুরেই বলেন, 'মা-মাটি-মানুষের জয় মৃত্যুহীন হলেই ভাল হত।'

Advertisment

এদিন আদালতে প্রবেশের পথে পঞ্চায়েত ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।'

বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ সহ মোট সাত জনকে আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়েছিল।

আরও পড়ুন- Live Updates- তড়তড়িয়ে এগোচ্ছে তৃণমূল, খাতা খুলল মিম! কেমন ফল বিরোধীদের?

আরও পড়ুন- গণনার দিনও কেন্দ্রকেই দুষলেন কমিশনার রাজীব, কী বললেন?

এর বেশ কয়েক ঘন্টা পর আদালত থেকে বেরনোর সময় কিছুটা অন্যরকম সুর শোনা যায় অপসারিত তৃণমূল মহাসচিবের মুখে। বলেন, 'মা-মাটি-মানুষের জয় মৃত্যুহীন হলেই ভাল হত।'

আরও পড়ুন- মুখ পোড়ালেন মমতার কাছের দুই মন্ত্রী! নাকের ডগার পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার সাক্ষী থেকেছে বাংলা। ৪১ জন নিহত হয়েছেন। গুলি চলেছে, বোমাবাজির হয়েছে দেদার। সেই পঞ্চায়েত ভোটের ফলাফলে এগিয়ে তৃণমূল। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের আক্ষেপ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- সিপিএমের হয়ে জিতেই এই মহিলা যা কাণ্ড বাঁধালেন, দেখে বায়রনও লজ্জা পাবেন!

tmc partha chatterjee panchayat election 2023 panchayat election result 2023 panchayat election result 2023 live update
Advertisment