নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রসিডেন্সি জেল থেকে আলিপুর সি জে এম আদালতে পেশের সময় চমক দিলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালত চত্বরে এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পুলিশের গাড়ি থেকে নামার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন করেন। তখনই কালক্ষেপ না করে রীতিমত ক্ষোভ উগরে দেন অপসারিত তৃণমূল মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমি ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন।'
দুর্নীতির অভিযোগে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। খুইয়েছেন মন্ত্রিত্ব। তৃণমূল থেকেও সাসপেন্ড। দলের স্বচ্ছতা প্রদর্শনে আপাতত তাঁর বিরুদ্ধে পদক্ষেপকেই উদাহরণ হিসাবে তুলে ধরছে রাজ্যের শাসক দল। এসবের মধ্যেও নেত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এমনকী অভিষেকেরও স্তুতি করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন 'নবজোয়ার' কর্মসূচির প্রশংসা করেছিলেন। গত ৮ই মে আদালতে পেশের সময় পার্থ বলেছিসেন, 'অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল।' এখানেই না থেমে থেকে তিনি বলেন, 'অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার।'
তারও আগে ২৪ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন যে, 'অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।'
তাহলে কেন হঠাৎ এ দিন ক্ষোভ উগরে দিলেন পার্থ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে জোর চর্চা হচ্ছে। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও সপদে বহাল রয়েছেন। তাঁকে 'বীর' বলে সম্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলও গরু পাচার মামলায় জেলে রয়েছেন। তাও সুকন্যার গ্রেফতারি নিয়ে জয় শাহ-কে নিশানা করে প্রশ্ন তুলেছেন খোদ অভিষেক। এত কিছু সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সুর নরম করেননি মমতা বা অভিষেক। উল্টে দলের স্বচ্ছতার প্রশ্নে পার্থর বহিষ্কারকেই হাতিয়ার করেছেন তৃণমূল হাইকমান্ড। মনে করা হচ্ছে এ জন্যই এদিন হতাশা উগরে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
আরও পড়ুন- গ্রেফতারির আশঙ্কা অভিষেকের! রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের ‘যুবরাজ’
আরও পড়ুন- ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের থেকেও বেশি বিস্ফোরণ বাংলায়’, নজিরবিহীন দাবি শুভেন্দুর