Advertisment

রবিতে গ্রেফতারের দাবি তুলেছিলেন অভিষেক, সোমে বিস্ফোরক সেই গিরিরাজ!

অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দলের সব সাংসদ, মন্ত্রী, বিধায়করা এখন রাজধানীতে। লাগাতার নিশানা করে চলেছেন মোদী সরকারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
What Giriraj Singh said on Monday was Abhishek who raised the demand for arrest , তাঁকে অভিষেকের গ্রেফতারের দাবি প্রসঙ্গে কী বললেন গিরিরাজ সিং?

অভিষেক বন্দ্যোপাধ্যায়, গিরিরাজ সিং।

দিল্লিতে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখর তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দলের সব সাংসদ, মন্ত্রী, বিধায়করা এখন রাজধানীতে। লাগাতার নিশানা করে চলেছেন মোদী সরকারকে। অভিষেক তো রবিবার দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে গ্রেফতারের দাবি তুলেছিলেন। এসবের মধ্যেই সোমবার মুখ খুললেন গিরিরাজ সিং।

Advertisment

কী দাবি গিরিরাজের?

ইউপিএ আমালের সঙ্গে বাংলার প্রতি এনডিএ আমালের বরাদ্দের তুলনা টেনেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। এ দিন সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সরকারের অন্যতম দারিদ্র্য মোচন কৌশল ক্রমাগত বিকশিত হচ্ছে। ছোট শহর ও গ্রামগুলিকে রাস্তার মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে, যাতে কৃষকদের ফসল সহজেই শহরে পৌঁছতে পারে এবং সাধারণের যাতায়াতের সুবিধা হয়৷ কোনও সমস্যা হওয়া উচিত নয়। প্রতিটি সুবিধা গ্রামে সহজেই যাতে মেলে তাই এই উদ্যোগ। গ্রামীণ এলাকাগুলিতে সরকার ইউপিএ-র তুলনায় দ্বিগুণেরও বেশি তহবিল বিনিয়োগ করে পশ্চিমবঙ্গে উন্নয়নের গতি তরান্বিত করার চেষ্টা করছে, কিন্তু মমতা সরকার এটি পছন্দ করছে না, সম্ভবত তাঁর রাজনীতি বাংলাকে দরিদ্র রাখতে চায়।'

অর্থাৎ, কেন্দ্রীয় অধিক বরাদ্দ সত্ত্বেও রাজ্য সরকারের জন্যই যে উন্নয়ন থমকে রয়েছে সেটাই স্পষ্ট করে দিতে মরিয়া মোদীর মন্ত্রী।

শুভেন্দুর ধন্যবাদ জ্ঞাপন-

এদিকে বরাদ্দ বৃদ্ধির জন্য নরেন্দ্র মোদী ও গিরিরাজ সিংকে এক্সবার্তায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, 'ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিংকে। MGNREGA (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) এর মতো রাজ্যে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলি বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে কেন্দ্রীয় তহবিলের বরাদ্দ যথেষ্ট পরিমাণে বাড়ানোর জন্য। যদি ইউপিএ এবং এনডিএ শাসন কালে পশ্চিমবঙ্গকে দেওয়া তহবিলের তুলনা করা হয়, তাহলে এটা স্পষ্ট হবে যে মোদি সরকার কেন্দ্রীয় বরাদ্দ বহুগুণ বাড়িয়েছে। শুধু যদি এই টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও প্রশাসন বাংলার গ্রামের মানুষের কাজে ঠিক মতো ব্যবহার করত…'

পরিসংখ্যান দিয়ে বিরোধী দলনেতার দাবি, ইউপিএ আমলে পশ্চিমবঙ্গ সরকারকে ১০০ দিনের কাজের জন্য ১৪,৯৮৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদী সরকারার আমলে এখনও পর্যন্ত ৫৪,১৫০ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যেখানে ইউপিএ আমলে বাংলাকে ৫,৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১১,০৫১ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে অর্থ বরাদ্দ করেছে।

কী দাবি অভিষেকের-

অন্যদিকে রবিবার সন্ধ্যায় দিল্লিতে তৃণমূলের সাংসদ, মন্ত্রীদের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করেছেন, নবজোয়ার কর্মসূচির সময় তিনি উপলব্ধি করেছেন কেন্দ্রীয় বঞ্চনার জেরে মানুষের জীবন কতটা বিপর্যস্ত। তখনই তিনি দিল্লিতে গিয়ে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন- আরও বিপাকে কেষ্ট! ইডি’র জালে এবার কীভাবে জড়াচ্ছেন?

abhishek banerjee Modi Government MNREGA bjp tmc Giriraj Singh
Advertisment