Advertisment

'ওহ মাই গড', হাসতে হাসতে বললেন মমতা! কী এমন প্রশ্ন করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

স্বপ্নেও বোধহয় ভাবেননি এমন প্রশ্ন শুনতে হবে!

author-image
IE Bangla Web Desk
New Update
What happened to Mamata Banerjee who met Sri Lankan President Ranil Wickremesinghe at Dubai Airport , 'ওহ মাই গড', হাসতে হাসতে বললেন মমতা! কী এমন প্রশ্ন করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে।

আচমকা প্রশ্ন! তাও বিদেশের বিমানবন্দরে, প্রশ্নকর্তা প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। প্রশ্ন শুনেই কিছুটা হতবাক বাংলার মুখ্যমন্ত্রী। পরক্ষণেই অবশ্য হাসি মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাসিমুখে মুখেই জবাব দিলেন 'দিদি'। কী এমন প্রশ্ন করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

Advertisment

বুধবার দুবাই বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে ছিল মুখ্যমন্ত্রীর বিমান। বিজনেস লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যক্তিগত সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টও যাচ্ছেন মাদ্রিদে। তার পর সেখান থেকে যাবেন হাভানা। রনিলকে দেখেই দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। উভয়রে মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। প্রেসিডেন্টকে মমতা জানান যে, নরসিমা রাও জমানায় তিনি ভারতের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ছিলেন। সেই সময়ে তিনি কলম্বোয় গিয়েছিলেন। ভারী সুন্দর দেশ শ্রীলঙ্কা। যা শুনে মমতাকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানান রনিল বিক্রমাসিংঘে।

পাল্টা নভেম্বরে কলকাতায় হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমন্ত্রণ রক্ষার চেষ্টা করবেন বলে জানিয়েছেন রনিল।

এসবের পরই চরম কৌতুহলী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে বাংলার মুখ্যমন্ত্রীকে আচমকা একটা প্রশ্ন করে বসেন। রনিল মমতাকে বলেন, 'আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?' মমতা উত্তর দেন, 'হ্যাঁ, অবশ্যই পারেন।' এর পরেই বিক্রমসিংঘে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' প্রতিবেশী দেশের প্রেসিডেন্টেরের কাছ থেকে বিদেশের বিমানবন্জরে দাঁড়িয়ে এই প্রশ্ন আসতে পারে তা ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে হাসতে হাসতে মুখ্যমন্ত্রী বলেন 'ওহ মাই গড'।

লগ্নি টানতেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়েক স্পেন সফর। বৃহস্পতিবার মাদ্রিদে স্পেনের ফুটবল লিগ লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বাংলার ফুটবলের উন্নতি স্বার্থে সেই বৈঠকে থাকার কথা মোহনবাগান এবং মহামেডান কর্তা ও প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পরে বার্সেলোনায় স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে বার্সেলোনায় শিল্পবৈঠক রয়েছে। সেখানে স্পেনীয় শিল্পপতিদের সঙ্গেও বাংলার শিল্পপতিদের পৃথকভাবে বৈঠকের কথা। মঙ্গলবার আরও একটি শিল্পবৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- সিজিও কমপ্লেক্সে হাজিরা অভিষেকের, প্রাথমিক নিয়োগে দুর্নীতি তদন্তে জেরা করবে ইডি

Mamata Banerjee Sri Lanka Dubai
Advertisment